তবুও নির্বাচিত সরকার দরকার: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাই আমরা চাচ্ছি, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি বিএনপির প্রতিকূলে দাঁড়ানো কোনও রাজনৈতিক দল হয়, তবু নির্বাচিত সরকার দরকার।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বরিশাল নৌবন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকুক। প্রয়োজনীয় সংস্কার আগে করে পরে নির্বাচন দেওয়া যেতে পারে। এরপর যে বিস্তীর্ণ সময় থাকবে সেই সময়টা বাকি সংস্কার হোক। কারণ নির্বাচিত সরকারের কাছে যে প্রভাব-ক্ষমতা থাকে তা অনির্বাচিত সরকারের কাছে থাকে না।
তিনি বলেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব।
অন্যান্য রাজনৈতিক দল মনে করে নির্বাচন যত বিলম্ব হবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে। এ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বহু মতের যেখানে সমন্বয় ঘটে সেটাই গণতন্ত্রের প্রকৃত রূপ।’ সুতরাং অন্যসব রাজনৈতিক দল যা কিছু চাইবে তা বিএনপির বিপক্ষে যাবে এমনটা মনে করেন না তিনি।
জনতার আওয়াজ/আ আ
