তবে কি ফের এক হচ্ছেন তামান্না-বিজয়?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
তারকা জুটি বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া দু বছরের সম্পর্কের ইতি টেনেছেন বেশ কয়েকদিন আগে। বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। যদিও তারা কেউই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনও রকম বিদ্বেষ তৈরি হোক চাননি তামান্না ও বিজয়। একে অন্যের থেকে নিঃশব্দেই আলাদা হয়েছেন। তবে এবার এক জ্যোতিষের কথায় উঠে এল বিচ্ছেদের একেবারে অন্য কারণ।
প্রেম ভাঙা নিয়ে তামান্না বা বিজয় কেউ মুখ খুলতে না চাইলেও, এক খ্যাতনামা জ্যোতিষী জানালেন একেবারে অন্য তথ্য। তার কথায়, ‘তামান্না ও বিজয়ের সম্পর্কে মূল সমস্যা হলো অর্থ। তাদের মধ্যে মানসিক কিছু দ্বন্দ্ব রয়েছে।’
‘তবে এই সমস্যাটা এতটাই যে ভালোবাসা থাকা সত্ত্বেও পথ আলাদা হচ্ছে। একইসঙ্গে তামান্নার সময়টাও একেবারেই ভালো যাচ্ছে না।’ চলতি বছর দোল উৎসবেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। রাভিনা ট্যান্ডনের বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ভক্তদের মনে একটু আশাও জেগেছিল নিশ্চয়ই সব কিছু ঠিকই আছে।
তবে জ্যোতিষী আরও বলেন, ‘তামান্না ও বিজয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। ভালো বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে। এমনকি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আবারও এক হতে পারেন তারা। কিন্তু বিয়ে হবে কি না, তা এখনই বলা যাবে না।’
জনতার আওয়াজ/আ আ
