‘তাপ’ দিয়ে নতুন খবর দিলেন তানিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
বছর দুয়েক আগে অনেকটা চুপি চুপি ২৩ বছরের সংসারের ইতি টানেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ। গেল বছর প্রকাশ্যে আসে খবরটি। কিন্তু আড়ালেই ছিল তানিয়া-টুটুলের বিচ্ছেদের কারণ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তা। একে অপরের ওপর দায় চাপিয়েছেন তারা। তার মাঝেই নতুন এক খবর দিলেন তানিয়া।
‘তাপ’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর। সিনেমাটি পরিচালনা করবেন সুমন ধর। এটিই হবে নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমাটি নিয়ে তানিয়া বলেন, ‘দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’
সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন তানিয়া। চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে। বলে জানিয়েছেন নির্মাতা। এতে নিজের চরিত্র নিয়ে তানিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব।’