তালায় আন্তর্জাতিক নারী দিবস পালন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১২, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালায় আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

 

তালা অফিস ॥
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলোরায়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার প্রমূখ। আলোচনা শেষে নগরঘাটার নূর জাহান বেগম, ধানদিয়ার আঞ্জুয়ারা বেগম, তালা সদরের কৃষ্ণা রাণী সরকার, খেশরার আনোয়ারা বেগম, ধানদিয়ার স্বর্ণলতা পালকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে কিডনি দানকারী মা আনোয়ারা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ