তৃণমূলে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্ত জীবন চাইলেন তৈমুর আলম – জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৭, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৃণমূলে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্ত জীবন চাইলেন তৈমুর আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই খালেদা জিয়ার মুক্ত জীবন চেয়েছেন বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘আমি একটি দল থেকে এখানে এসেছি। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্ত জীবন কামনা করছি।’ এরপর বক্তব্যের এক পর্যায়ে তৈমুর আলম নিজেই মোনাজাত করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন ও কাউন্সিলে এ কথা বলেন তৈমুর আলম।

এর আগে সকালে তৃণমূল বিএনপির সম্মেলনে যোগ দেন বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে এসেছেন তারা। শমসের মবিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন এবং তৈমুর আলম দলটির মহাসচিব নির্বাচিত হন।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদাকে দলটির নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে।

তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপি তাকে বহিষ্কার করার পর দেড় বছর অপেক্ষা করেছেন। তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এখানে কাউকে অবজ্ঞা বা অবহেলা করা হবে না। দলে আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তৃণমূল বিএনপির নতুন এই মহাসচিব।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ