তৃষ্ণার অনন্য কীর্তি, তবে…
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক
হ্যাটট্রিক করে ফারিহা ইসলাম তৃষ্ণা অস্ট্রেলিয়াকে ১৬১ রানে আটকে রাখলেও বাংলাদেশ পারেনি লক্ষ্য ছুঁতে। কুড়ি ওভারে ১০৩ রান তুলে দ্বিতীয় টি-টোয়েন্টিও হেরেছেন জ্যোতিরা। তাতে ওয়ানডের মতো এ সিরিজও অজিদের।
মিরপুরে মুর্শিদা খাতুন ও দিলারার ওপেনিং জুটিতে আসে ৪ ওভারে ৩০ রান। পঞ্চম ওভারে মুর্শিদা আউটের পর ১৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে কার্যত লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন এই পেসার। তার প্রথম হ্যাটট্রিক এসেছিল ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে।
জনতার আওয়াজ/আ আ
