থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে (২৪) জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) ভোরে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পালিয়ে যাওয়ার পর আরজুকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে বুধবার ভোর রাতে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা আরজুকে ৪ কেজি গাঁজাসহ আটক করেন। পরে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় পাঠানো হয়। একপর্যায়ে আসামি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আখাউড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।