দুবাই প্রবাসী শিক্ষার্থী রকিবুল হক সিয়াম এর কৃতিত্ব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২২, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

এম এনাম হোসেন, ইউএই
মোহাম্মাদ রকিবুল হক সিয়াম (১২) একজন মেধাবী ছাত্র। সেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ব্রিটিশ ক্যারিকুলাম আল সাদিক ইসলামিক স্কুলের শিক্ষার্থী। এবার কৃতিত্বের সাথে ৬ষ্ট থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সেই। চট্টগ্রামের হাটহাজারী অক্সফোর্ড মিডিয়াম থেকে শিশু ও প্লে শ্রেণী সমাপ্ত করে পিতা মাতার সাথে দুবাই পাড়ি জমান সিয়াম। ভর্তি হন দুবাই ইন্ডিয়ান স্কুলে, সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। সেই কৃতিত্বের সাথে ভালো ফলাফল করেন পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায়। বর্তমানে দুবাই ব্রিটিশ ক্যারিকুলাম আল সাদিক ইসলামিক স্কুলে মেধা তালিকায় অবস্থান করে ৬ষ্ট থেকে সপ্তম শ্রেণীতে উর্ত্তীণ হয়েছে। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, চিত্রাংকন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিয়াম অংশগ্রহণ করে এবং গৌরবময় সাফল্য অর্জন করে। পিতা মাতা উভয়ে সিয়ামের ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী। ভালো মানুষ হয়ে একজন মানবিক মানুষ হোক তার পরিবার এই প্রত্যাশা করে।
সিয়াম পরিবারের সাথে দীর্ঘদিন ধরে দুবাইতে আছে। দুই ভাইয়ের মধ্যে সিয়াম পরিবারের বড় ছেলে। পিতা মুজিবুল হক মঞ্জু দুবাইয়ের একজন সফল ব্যবসায়ী ও সংগঠক। তিনি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় একজন সংগঠক। বর্তমান তিনি সংযুক্ত আরব আমিরাত বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দুবাই বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রকিবুল হক সিয়াম এর মাতা মিসেস জোবায়দা হক সুমি একজন গৃহিণী। চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে সিয়াম জন্মগ্রহণ করেন। তার দাদা আলহাজ্ব আব্দুল শুক্কুর সারাং একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। সিয়াম পড়ালেখা করে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সকলের দোয়া প্রত্যাশী। সেই ভবিষ্যতে অবহেলিত সমাজের জন্য কিছু করতে চাই।
জনতার আওয়াজ/আ আ
