দুর্গাপূজায় মন্দির পাহারা দেবে বিএনপি : আজাদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্গাপূজায় মন্দির পাহারা দেবে বিএনপি : আজাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজায় মন্দির পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরে কালিমন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা জেনেছি যে, গাজীপুর মহানগরে ১০৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে ছুটে এসেছি। আসন্ন দুর্গাপূজায় আপনাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। বিএনপি নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবেন।

গাজীপুর কালিমন্দিরের সভাপতি নরেন্দ্র চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন মহানগর পূজা কমিটির নেতা অরুণ বিশ্বাস, বাপ্পী চন্দ্র দে, বিএনপির ঢাকা বিভাগের আরেক সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, শহীদুজ্জামান, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান রেজা ও ছাত্রদলের রোহানুজ্জামান প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ