দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে : শওকত মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে : শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ফেনীতে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, আজকে সারা বাংলাদেশে জেলা সদর গুলোতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের পদভারে প্রকম্পিত হচ্ছে। দেশের বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। সরকারের মানুষের দিকে কোন খেয়াল নেই। সরকারের দূর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

আজ বুধবার বিকেলে ফেনী শহরের জেবি রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের সেনাপতিত্বে মাঠে নেমেছি। রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। রমজান মাসেই আমরা এ সরকারের পতন করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামানো হবে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় বেশি নাই। এই সরকারের অন্যায় হুকুম মানবেন না। আজকে সংবাদ পত্রের স্বাধীনতা নেই। আজকে সাংবাদিকরা লিখতে পারছেনা। লিখলেই তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল আজিজ আরজু।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায় এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, মোঃ এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এম ছালাউদ্দিন মামুন প্রমূখ। মফিজূর রহমান ফেনী।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ