দেশের সংকট কাটাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: কয়েস লোদী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের সংকট কাটাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

দেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, ‘এ বিষয়টি দেশের সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন। কিন্তু সরকার বুঝতে পারছে না। গত সাত মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। এমনকি বাজার সিন্ডিকেটও ভাঙতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে যে রকম ছিল, এখনো সে রকম আছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) নগরীর রায়নগর পয়েন্টে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধিন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘হাসিনার আমলে গুম-খুন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। তখন মানুষের বাকস্বাধীনতা ছিল না। আদালত ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। সেই সময়েও আইনশৃঙ্খলা বলতে কিছু ছিল না। এখনো মানুষ রাস্তায় বের হতে ভয় পায়। কোনো নির্জন জায়গায় একা গেলে তার ওপর গুলি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। শেখ হাসিনার আমল এবং বর্তমান আমল আমি পার্থক্য করতে পারছি না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যাবে। তাই সরকারকে আরও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে।’

এসময় প্রধান বক্তারা বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘হাসিনার আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। সেই মামলাগুলো এই সরকার এখনো প্রত্যাহার করেনি। অতিদ্রুত এসব মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সভাপতি বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও যুগ্ম আহবায়ক তছির আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সাবেক ছাত্রনেতা মোস্তাফা কামাল পাশা মওদুদ, জহির হোসেন তুহিন, বিমান থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারি, রুনু আহমদ, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, মিছবাহ আহমদ জেহিন, দুলাল আহমদ, নুরুল হক মাছুম, চৌধুরী সোবহান আজাদ, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, রুম্মান আহমদ রাজু, নির্ঝয় রায় প্রমুখ।

ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ১৭ বছরের আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ জামে মসজিদের ইমাম।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ