দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪০, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১:২৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। প্রথম পর্যায়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এই সমাবেশ হবে।

এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি হবে। ১৫ মার্চ শেষ হবে কর্মসূচি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান।

তিনি জানান, ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

দ্রব্যমূল্য কমাতে এবং উপজেলা পর্যায় পর্যাপ্ত টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

সমাবেশ সফল করতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থককে আহ্বান জানিয়েছে বিএনপি। স

মাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ