দেশে ফিরছেন না সাকিব, পরবর্তী গন্তব্য নিশ্চিত নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৭, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফিরছেন না সাকিব, পরবর্তী গন্তব্য নিশ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরছেন, বুধবার (১৬ অক্টোবর) রাত পর্যন্ত এমনই ছিলো গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে দলে রেখেই মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। তবে এখন জানা যাচ্ছে, সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা।

যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা সাকিবের। দুবাইতে লম্বা ট্রানজিট শেষে আজ (১৭ অক্টোবর) ফ্লাইট ধরার কথা ছিলো টাইগার এই অলরাউন্ডারের। আজ রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা। তাই এমনিতেই দীর্ঘ সময় তাকে দুবাই অবস্থান করতে হচ্ছে। কিন্তু দুবাইয়ে অবস্থান করার সময়ে তাকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে।

জানা গেছে, সরকারের উচ্চ পর্যায় থেকে এই ফ্লাইটে সাকিবকে চড়তে নিষেধ করা হয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই তিনি দেশে ফেরার বিমান ধরতে পারবেন। সাকিবও আপাতত সংশয় নিয়ে অপেক্ষা করছেন সবুজ সংকেতের। এরই মাঝে নিরাপত্তা শঙ্কা থাকায় সিদ্ধান্ত বদলিয়েছে টাইগার এই অলরাউন্ডার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটায় জানায় সাকিব। সাকিব বলেন, আপাতত দেশে ফেরা হচ্ছে না। পরবর্তী গন্তব্যের বিষয়েও নিশ্চিত নয়। তবে আপতত দুবাইতেই অবস্থান করছেন তিনি।

ক্রিকেটের পাশেও রাজনীতিতেও আওয়ামীলিগ সরকারে নাম লেখিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। যার ফলে রাজনৈতিক পট পরিবর্তনে তার নামের পাশে যোগ হয় হত্যা মামলা। যার জন্য শঙ্কা ছিলো তার দেশে আসা নিয়ে। এর মাঝে বিসিবি ও বর্তমান সরকার সবুজ সংকেত দিলে দেশে আশার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেই নিরপত্তা ইস্যুতে ফের চলে যেতে হচ্ছে তাকে!

সাকিব কানপুর থেকে টেস্টকে বিদায় বলার সময় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসরের যাওয়ার জন্য বলে থাকেন। সাকিবের ইচ্ছাপূরণে বেশ আন্তরিকতা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচি করেছে। পোস্টার সাঁটানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

তার বিরুদ্ধে একটি পক্ষের আজ বিসিবিতে স্মারকলিপি দেওয়ার কথা। এসব ঘটনাপ্রবাহের মাঝে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ