দেশে ফিরে নির্বাচনের মাধ্যমে উন্নয়নের দায়িত্ব নিবেন তারেক রহমান : মোতাহার হোসেন তালুকদার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
ময়মনসিংহে দীর্ঘ ১৭ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য আয়োজনে উন্মুক্ত পরিবেশে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নম্বর বিসকা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, অচিরেই দেশে ফিরে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের দায়িত্ব নিবে, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিবেন। তাই দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নির্বাচন ও ভোটের ভোটের প্রস্তুতি নেন। মনে রাখবেন জোর করে ভোট আদায় করা যায় না। ভোট চাইলে মানুষের মন জয় করতে হবে। জনগনকে সঙ্গে নিয়েই বিএনপির রাজনীতি করতে হবে। কেউ কোন বিশৃঙ্খলা করলে সাংগঠনিক শাস্তি ভোগ করতে হবে। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ: মালেক, মোখলেছুর রহমান আকন্দ, কাজী আব্দুল বাতেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব প্রমূখ।
এর আগে এদিন দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেয় দলীয় নেতাকর্মীরা। এতে টানা ১৭ বছর পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ছিলেন এই এলাকার ( ময়মনসিংহ-২ তারাকান্দা-ফুলপুর) সাবেক সংসদ সদস্য ছিলেন। ফলে গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের কারণে বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা এভাবে উন্মুক্ত আয়োজনে কর্মী সমাবেশ করতে পারেনি। তবে মামলা-হামলা মাথায় নিয়েই তারা রাজপথে ছিল সরব।
জনতার আওয়াজ/আ আ
