দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পলাশবাড়ীতে সিপিবি’র পথ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ২:০৮ অপরাহ্ণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, তেল, গ্যাস বিদ্যুৎসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি’র উদ্যোগে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টি ছাড়াও যুবমৈত্রী, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবি’র পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন, ক্ষেতমজুর নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, সিপিবি নেতা ইয়াদুল ইসলাম সাজু মাষ্টার ও ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে ব্যবসায়ীরা আরো উৎসাহিত হয়েছে। তারা প্রত্যেক এলাকায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকান চালু করারও দাবি করেন। ছবি সংযুক্ত