দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করোনার মতোই বিদায় নেবে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৮, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করোনার মতোই বিদায় নেবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি

সরকার করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে। রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। আমরা ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় মালামাল সাশ্রয়ী দামে পৌঁছে দেব।’

আজ সোমবার (১৪ মার্চ) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না, কেউ অন্ধকারে থাকে না। সরকার সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে। তাই দেশ থেকে করোনা বিদায় নিয়েছে। এবার দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিও বিদায় নেবে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জাইকার উপজেলা সমন্বয়ক হোসাইন আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com