দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল ঘোষণা আসছে শুক্রবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেবে বাম গণতান্ত্রিক জোট। এসব কর্মসূচির মধ্যে চলতি মাসেই হরতাল ডাকবে তারা। বৃহস্পতিবার (১০ মার্চ) জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ তথ্য জানান।
বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানিয়েছেন, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই কর্মসূচির বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অপরাপর দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
জনতার আওয়াজ/আ আ
