দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:০৫ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি ঃ চাল ,ডাল তেল গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ^র্ত মুক্তির দাবীতে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে ৪ ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিলসমাবেশ করেছে। রোববার সকাল ১১টায় প্রথমে শরীয়তপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর নেতৃত্বে ধানুকা পানি উন্নয়ন বোর্ড এর কাছে একটি বিক্ষোভ সমাবেশ করে। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশ নেয় জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান মাদবর, মোঃ আবুল হোসেন সরদার, প্রচার সম্পাদক রুহুল আমিন মুন্সি সহ বিভিন্ন উপজেলা ও পৌর সভা যুবদলেরও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। এ দিকে জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্যার নেতৃত্বে পালং মাহবুব তালুকদারের বাড়িতে একটি সমাবেশ করে। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুগ্নস্পাদক মহি উদ্দিন বাদল সহ অনেকে। এ দিকে স্বর্নঘোষ এলাকায় সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারীর নেতৃত্বে ও আংগারিয়া এলাকায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সির নেতৃত্বে একটি সমাবেশ করে।