ধামইরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫২, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধামইরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ৮:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দলীয় অফিসে পৌর বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কেএমএস মুসাব্বির সাফি।

এছাড়াও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. মাজেদা বেগম, পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. বেলী খাতুন উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কবির লিটন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, রুহেল হোসেন সুৃমন, রতন, সঈদসহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২শ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চারদিক মানুষের অভাব দেখা দিয়েছে। আগামীতে কেন্দ্র থেকে যে কর্মসূচী আসবে সেটাই আমরা পালন করব ইনশাল্লাহ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com