ধৈর্য্য ধরুন, কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়: বেনজীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চারদিকে নানা আলোচনা-সমালোচনার মাঝে মুখ খুলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। সবাইকে সামান্য ধৈর্য্য ধরতে অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্ট থেকে তিনি লিখেছেনঃ

“দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে, কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়।”
প্রায় সাড়ে পাঁচ লাখ ফলোয়ার সমৃদ্ধ বেনজীরের ওই একাউন্টে করা উক্ত পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জনতার আওয়াজ/আ আ
