নড়িয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের অবাঞ্চিত ঘোষনা, – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৮, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের অবাঞ্চিত ঘোষনা,

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ খালেদ শওকত আলী ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দেওয়ার অভিযোগে এনে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদককের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসুচী পালন করে তাকে অবাঞ্চিত ঘোষনা করেছে নড়িয়া-সখিপুর তৃনমুল আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ নিয়ে আওয়ামীলীগের দুগ্রæপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
নড়িয়া-সখিপুর তৃনমূল আওয়ামীলগের নেতাকর্মীদের আয়োজনে মঙ্গলবার নড়িয়ার স্বাধীনতা ভবন থেকে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধানর সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকনের বহিস্কারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নড়িয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। এ সময় নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকনকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। আগামী ২ দিনের মধ্যে সাধারন সম্পাদক দুঃখ প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুমকি প্রদান কওে তারা। এ সময় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলী আজগর চুন্নু, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম মনির হোসেন, সখিপুর থানা আওয়ামীলীগের নেতা মাইন উদ্দিন লস্কর, নড়িয়া পৌরসভা ছাত্রলীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহিন খান প্রমুখ।
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন বলেন, আমি কারো সর্ম্পকে কোন কু-রুচি পূর্ন বক্তব্য দেইনি। তারা মানব বন্ধন না করে আমার কোন দোষ হলে দলীয় ফোরামে আমার বিরুদ্ধে বিচার দিতে পারতো। তারা যাদেরকে নিয়ে মানববন্ধন করেছে তারা অনেকেই বিএনপির লোকজন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ