নড়িয়া কীর্তিনাশাি নদীর উপর ফুট ওভার ব্রীজ ধসে পড়ে একজন আহত আটক-২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া উপজেলার কীর্তিনাশিা নদীর উপর ডাঃ গোলাম মাওলা সেতুৃ নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় জনসাধারনের চলাচলে সুবিধার জন্য মূল ব্রীজের দক্ষিন পাশে ১০০ ফিট লম্বা একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ চলমান ছিল। এ ব্রীজটি মাঝ খানের একটি স্পেনে একটি বলগেটের ধাক্কায় ধওেস পড়ে ১জন আহত হওেয়ছে। এ ঘটনায় ২ জনকে আট করা হয়েছে।
সরেজমিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়িয়া উপজেলার কীর্তিনাশিা নদীর উপর ডাঃ গোলাম মাওলা সেতুৃ নির্মাণ কাজ দীর্ঘ ৭ বছর পূর্ব থেকেই ২৮ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে কীর্তিনাশা নদীর উপর একটি উড়াল সেতু নির্মান কাজ চলছে। একাজ ৭ বছরে ও শেষ হয়নি। ফলে এলাকাবাসি চরম দূর্ভোগ পোহাচ্ছে। মেসার্স কোহিনুর এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি করছে। কাজের ধীরগতির কারনে দুপাড়ের জনসাধারনের চলালের জন্য এক মাত্র উপায় হচ্ছে ট্রলার বা নৌকা দিয়ে পারাপার। জীবনের ঝুকি নিয়ে জনসাধারন নৌকা দিয়ে পারাপার হচ্ছে
গত জুন মাসে মুল সেতুর কাজের মেয়াদ শেষ হয়েছে। পুনরায় ১ বছর সময় বাড়িয়ে দেয়া হয়েছে। মুল সেতুর কাজে বিলম্ব হওয়ায় জনসাধারনের চলাচলে সুবিধার জন্য মূল ব্রীজের দক্ষিন পাশে । গত মে মাস থেকে একটি পূট ওভার ব্রীজের কাজ চলছে। ১০০ ফিট লম্বা একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ চলমান ছিল। এতে ১ কোটি ৫০ লক্ষ টাকার ব্যয় হবে। এলজিইডি এ কাজ বাস্তবায়ন করছে। এ ওভার ব্রীজটিতে মোট ৫টি স্পেন রয়েছে। এরমধ্যে মাঝ খানের একটি স্পেনে ও কাজ বাকি রয়েছে। আগামী ১ মাসের মধ্যে এ কাজ শেষ হলে ওভার ব্রীজ দিয়ে জনসাধারন পায়ে হেটে নদী পারাপার হতে পারতো। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় একটি বালু ভর্তি একটি বলগেটের ধাক্কায় মাঝে খানের স্পেন ধসে পড়ে বলগেট ডুবে যায়। এ সময় একটি স্পেন বলগেটের উপর ধসে পড়ে। এ ঘটনায় ব্রীজে কর্মরত এক শ্রমিক আহত হয়েছে।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এ ঘটনায় বলগেট চালক হাচান হাওলাদার ও সোহেল কিবরিয়া সহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এদিকে মুল সেতুর কাজ শেষ হতে আরো এক বছর সময় লাগবে বলে এলজিইডি জানিয়েছে। এলাকাবাসির দাবী দ্রæত এ ব্রীজের কাজ শেষ কওে চলাচলেল ব্যবস্থা করা হোক।
নড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ঝাফর সেক বলেসন, সাত বছরে ও মূল সেতুর কাজ শেষ হয়নি। আমরা এলাকাবাসি অনেক কষ্টে নৌকাি দিয়ে নদী পারাপার হয়ে থাকি। একটি ফুট ব্রীজের কাজ চলমান ছিল। কাওেজর মান অত্যন্ত নিম্মমানের। বুধবার সকালে বালু ভর্তি একটি বলগেট পিলাওে ধাক্কা লেগে মাঝখানের একটি স্পেন বলগেটের উপর ধসে পওেড়ছে। এতে ১ শ্রমিক আহত হয়েছে। আমরা চাই যত দ্রæত আমাদেও মূল সেতুটি নির্মান কাজ শেষ করা হোক।
২। এলজিইডি শরীয়তপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ রাফেউল ইসলাম বলেন, বলগেটের চালকের অদক্ষতার কারনে ফুট ওভার ব্রীজটি ধসে পড়েছে। এতে অনেক ক্ষতি হয়েছে। আমরা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আর মূল সেতুর কাজ চলমান রয়েছে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।।