নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে: বাংলাদেশ ন্যাপ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৪, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে: বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আশা ব্যক্ত করে তারা বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার ও তার সহযোগীরা যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে তুলে আনতে সক্রিয় হবেন। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্ক সৃষ্টি হতে পারে এমন নির্বাচন তারা পরিচালনা করবেন না। তারা জনগণের আকাঙ্ক্ষিত ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

তারা আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষের মধ্যে এখন ভোট দেওয়ার আগ্রহ নেই। নতুন নির্বাচন কমিশন কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করবেন বলে প্রত্যাশা করে বাংলাদেশ ন্যাপ। অন্যথায় অতীতের নির্বাচন কমিশনের মতো তাদেরও ব্যর্থতার দায় কাঁধে নিতে হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ