নতুন করে গুম নিয়ে বিস্তারিত বলার কিছু নাই : লুনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৪, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে গুম নিয়ে বিস্তারিত বলার কিছু নাই : লুনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৫, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৫, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লুনা বলেছেন, ‘গুম নিয়ে কথা বলা কষ্টের, আমার স্বামী এম ইলিয়াস আলী গুম হয়েছে ১০ বছর অতিবাহিত। নতুন করে গুম নিয়ে বিস্তারিত বলার কিছু নাই। কেননা আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছিলাম। কোন কার্যকর প্রতিফলন দেখতে পাইনি।’

তিনি বলেন, ‘শুধু ইলিয়াস আলী, চৌধুরী আলম নয়, বিএনপির অসংখ্য নেতাকর্মী রাষ্ট্রের রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছে। তাদের উদ্দেশ্য বিএনপিকে নেতৃত্বশূন্য করে ক্ষমতা পাকাপোক্ত করা, তারা তাদের সেই লক্ষ্য বাস্তবায়ন করে ক্ষমতায় রয়েছে।’

শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘চলমান গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও বাকশাল পুলিশ-র্যাব কর্তৃক গুম, খুন ও নির্মম নির্যাতনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

তিনি বলেন, ‘আমরা গুম খুনের শিকার পরিবারগুলো শুধুমাত্র মানসিকভাবে বিপর্যস্ত নয়, আর্থিকভাবেও বিপর্যস্ত। পরিবারের উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে তাদের ব্যাংকে জমানো টাকা, সম্পদ-সম্পত্তি ভোগ করার অধিকার থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। এক কথায় সীমাহীন কষ্টে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। সামাজিকভাবেও আমরা হেয় প্রতিপন্নতার শিকার হচ্ছি।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিনই কোন না কোন দিবস পালন করা হয়, শুধু গুম দিবস তাদের দৃষ্টিতে নাই। তাদের দৃষ্টিতে গুমের কোন দিবস নাই, তারা মানে না, কারণ এর সঙ্গে সরকার নিজেই জড়িত তাই বিভিন্ন মাধ্যমে কথা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়।’

‘সরকারের দৃষ্টিতে গুম হওয়া ব্যক্তিরা যদি আত্মগোপনে থেকে থাকেন তাহলে তাদেরকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও সরকারের, তাই যতদিন তারা ফিরিয়ে দিতে না পারবে ততদিন তাদের দায় এড়াতে পারবে না।’

খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হওয়ার জন্যও আহ্বান জানান তাহমিনা রুশদী লুনা।

তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বা রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ