নবীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এসময় পুলিশি বাঁধায় লিফলেট বিতরণ পণ্ডু হয়ে যায়।
শনিবার (১২ মার্চ) বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শেখ সুজাত মিয়া লিফলেট বিতরণকালে পুলিশ বাঁধা দেয়।
জানা যায়- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। মধ্যবাজার-থানা পয়েন্ট হয়ে নতুন বাজার মোড়ে লিফলেট বিতরণ করতে গেলে নবীগঞ্জ থানার একদল পুলিশ বাঁধা দেয় । পরে কর্মসূচি পণ্ডু হয়ে যায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনি, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনর উদ্দিন, উপজেলা মৎসজীবী সভাপতি সাহেব আলী, বিএনপি নেতা রফিকুজ্জামান চৌধুরী তুহিন, জিতু মিয়া সেন্টু, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলি, মহিলা দলনেত্রী রোকেয়া বেগম, শ্যামলা বেগম, শেখ শিপন মিয়া, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ শিহাব আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জামিল আহমদ,মজিদ মিয়া, নাছির মিয়া, জনি মিয়া প্রমূখ।
পরে দলীয় কার্যালয়ে এক বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া অভিযোগ করে বলেন- বাজারে প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বি, বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, বিএনপি সরকারের আমলে অনেক স্বল্প মূল্যে মানুষ দ্রব্য পণ্য ক্রয় করতে পেরেছে কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে লুটেপুটে খাচ্ছে।
পুলিশের বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপি দমনে ব্যস্ত।