না’গঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার শাহজাহান রোলিং মিলস্ এলাকায় ট্রেনে কাটা পড়ে সেরু আলম (২৬) নামের এক যুবক মারা গেছেন।
নিহত সেরু আলম নেত্রোলোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের আলাল মিয়ার প্ত্রু। সে স্থানীয় একটি গার্মেন্টসে সুই অপারেটর হিসেবে কাজ করতো এবং তারা তিন ভাই শারজাহান রোলিং মিলস এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
স্থানীয়রা জানায়, বুধবার (২ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে নিহত সেরু আলাম শারজাহান রোলিং মিলস্ বাজারের সামনে ট্রেন লাইনের উপরে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো। এমন সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জে একটি ট্রেন যাচ্ছিলো। তা দেখে নিহত সেরু আলম ট্রেন লাইন থেকে সরে পাশে থাকা পাথরের উপর যাচ্ছিলো। সে সময় তার হাতে থাকা মোবাইল ফোনটি ট্রেন লাইনের পাশে পরে গেলে সে ফোনটি তুলতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথা ট্রেনের নিচে নিচে চলে গেলে মাথা কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জনতার আওয়াজ/আ আ
