না’গঞ্জের ফতুল্লা থেকে স্কুল ছাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৬, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় জালামতু নাফসি হিয়ারা সরকার হিয়া (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে সে বাসা থেকে নিখোঁজ হয়। হিয়া ফতুল্লার সস্তাপুর এলাকার কমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।
তার আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজাখোঁজি করে না পেয়ে আজ বুধবার (১৬ মার্চ) সকালে ওই স্কুলছাত্রীর মা লিপি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্কুলছাত্রীর মা লিপি জানান, মঙ্গলবার সকালে হিয়াকে বাসায় রেখে করোনার টিকা নিতে হাসপাতাল যায়। এরপর বিকেলে বাসায় এসে তাকে পাওয়া যায়নি। আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে জিডি করেছেন।
তিনি বলেন, কোন সহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭৫৩৯০৫৮০৩ অথবা ০১৬৭৫০৭৬০২০ নাম্বারে যেন যোগাযোগ করেন।