না’গঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে আরো ১টি চাঁদাবাজি মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
এম আর কামাল,নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাদাবী ও মারধরের ঘটনায় ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মোঃ শাহ আলম।
বুধবার (২ অক্টোবর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শাহ আলম বাদী হয়ে মামলাটির জন্য আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মোঃ মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), মোঃ হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সাথে থাকা নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যায়। এসময় তারা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেয়।
তিনি আরও অভিযোগ করেন, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেয়। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।