নাটোরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাটোরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

 

নাটোর প্রতিনিধি

মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হামলার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশে দফায় দফায় বাধা ও হামলার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।
বুধবার, মার্চ ২, ২০২২, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় বিএনপি কর্মীদের ওপর মোটরসাইকেল নিয়ে চড়াও হয় আওয়ামী লীগ কর্মীরা। আতঙ্কে কার্যালয়ে ঢুকে যায় বিএনপি কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহাতাব আলমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মধ্যে পুনরায় সমাবেশ শুরু করে। মাহাতাব আলম বক্তব্য শুরু করলে আবারো মিছিল নিয়ে বিএনপির সমাবেশে ঢুকে পড়ে আওয়ামী লীগ কর্মীরা। পরে মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকিয়ে দেয়।
এরপর বিএনপি কার্যালয়ে আসেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ