নানা আয়োজনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নানা আয়োজনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

১ মার্চ ২০২২ মঙ্গলবার নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকাল ১১টায় উত্তরায় সায়রা খাতুন পাঠাগার চত্ত্বরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে দিনব্যাপী শিশু উৎসব ও কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে দিনের শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি আসমা সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আর কে রিপন সহ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে কবিতা, গান ও আবৃত্তি করেন।দুপুরে সুবিধা বঞ্চিত শিশুরা স্মরবর্ণমালা উৎসবে মিলিত হন। উৎসব শেষে পাঠাগারে সংগঠনের পক্ষ থেকে বই উপহার দেয়া হয় এবং কেক কেটে কর্মসূচি পালন করা হয়।

২য় প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও কেক কেটে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আবদুল কাইয়ুম শিশির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কামরুল ইসলাম, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মানবাধিকার নেতা প্রীতি সাহা, সংগঠনের বিল্লাল হোসেন রাজু, শহীদুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে এবং উপস্থিত নেতৃবৃন্দকে বই উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ