নারায়ণগঞ্জে নারী দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি মহিলা দলের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে নারী দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি মহিলা দলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও একজন বয়স্ক নারী হিসেবে তার সুচিকিৎসার দাবি করেছেন জেলা ও মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গলিতে এ সমাবেশ করেন তারা। নারী দিবসের এ সমাবেশের মূল দাবি ছিল- বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা প্রদান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল। তিনি তার বক্তব্যে বলেন, একজন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী যিনি একজন বয়স্ক নারী তাকে তার প্রাপ্য চিকিৎসার অধিকার থেকে এ রাষ্ট্রের অবৈধ রাষ্ট্রপ্রধান বঞ্চিত করে রেখেছেন, যিনি আরেক নারী। আমরা আজকের এই দিনে এই নারী সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের একজন সাবেক সফল নারী প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com