নারীরা সমাজের বিভিন্ন পর্যায়ে এখনও পিছিয়ে : এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০১, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীরা সমাজের বিভিন্ন পর্যায়ে এখনও পিছিয়ে : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আমার বাংলাদেশ-এবি পার্টির এক সভায় বক্তারা বলেছেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সময়ে বিভিন্ন হেনস্তা, গণপরিবহনে নানা ধরনের হয়রানি, কর্মজীবী নারীদের কর্মস্থলে নানা ধরনের সমস্যা এখন নিরসন হয়নি। নারীরা সমাজের বিভিন্ন পর্যায়ে এখনও পিছিয়ে।

শনিবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন। সভায় এবি পার্টির নারী নেত্রীরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেন।

নেতারা বলেন, সমাজে নারীবাদীরা নানা কথা বলেন, কিন্তু নারীদের মৌলিক সমস্যা ও কাজ নিয়ে তাদের ভূমিকা খুব বেশি গ্রহণযোগ্য নয়। তারা নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় নেতারা বলেন, ফিলিস্তিনে আজ নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, গর্ভবতী মায়েরা খাবারের অভাবে বাচ্চা জন্ম দিতে পারছে না অথচ পৃথিবীর মানবাধিকার, নারী অধিকার নিয়ে সচেষ্টরা নির্বাক। অবিলম্বে এই নির্বিচার হত্যা বন্ধ করতে হবে।

‘দুর্বল অর্থনীতির দোহাই দিয়ে নারীর জন্য বিনিয়োগ ছেঁটে ফেলা যাবে না’
এবি পার্টির নেতারা বলেন, জালিমের নির্যাতনে সবচেয়ে বেশি কাঁদে আমাদের মায়েরা, নারীরা, কাজেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা তাদের পাশে চাই।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তাজুল ইসলাম বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন পর্যায়ে পিছিয়ে রয়েছে। সময় এসেছে তাদের এগিয়ে নিয়ে আসার। তিনি বলেন, আমরা যখন নারী দিবস নিয়ে কথা বলছি তখন ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনের নিরীহ নারী শিশুদের নির্বিচার হত্যা চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রধান দাবি অবিলম্বে গাজায় নিরীহ নারী শিশুদের নির্বিচার হত্যা বন্ধ করতে হবে। কিছু নারীবাদীরা সমাজে নারী ও পুরুষদের মুখোমুখি দাঁড় করাতে চায়, অথচ পৃথিবীর সব জয় এসেছে নারী-পুরুষের পাশাপাশি একসঙ্গে চলার মাধ্যমে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জালিমের নির্যাতনে সবচেয়ে বেশি কাঁদে আমাদের মায়েরা, নারীরা। এই সরকার ক্ষমতায় এসে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তার জন্য তাদের মায়েরা, সন্তানরা আজ দ্বারে দ্বারে ঘুরছে। যা সারা বিশ্বে ভূমিকা রাখছে। আমাদের মা-বোনদের এখন আমরা অধিকার আদায়ের সংগ্রামে পাশে চাই। দেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের বিরাট অবদান রয়েছে, তেমনি এখন বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনেও নারীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।

শাহীনুর আক্তার শীলা গণপরিবহনে নানা হয়রানির বিষয় তুলে ধরেন। নারী নেত্রী আমেনা বেগম তার অসহায় অবস্থান থেকে উদ্যোক্তা হওয়ার সমস্যাসমূহ বর্ণনা করেন। শ্রমিক নেত্রী আজিজা সুলতানা গার্মেন্টস শ্রমিকদের হয়রানি নিয়ে কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নারী নেত্রী শাহীনুর আক্তার শীলা, আমেনা বেগম, রুনা হোসাইন ও বিশিষ্ট শ্রমিক নেত্রী আজিজা সুলতানাসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ