নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপের অন্যতম সেরা প্রতিপক্ষকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দিলারা-সুমাইয়া আক্তাররা।
শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করার সুযোগ পায় অস্ট্রেলিয়া।
দলের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার মুর। এছাড়া ৩৯ বলে ৩৫ রান করেন এলা হেওয়ার্ড। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। এক উইকেট নেন রাবেয়া খান।
জনতার আওয়াজ/আ আ
