নারী দিবসে র্যালি করবে মহিলা দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আগামীকাল ০৮ মার্চ ২০২৪, শুক্রবার সকাল ১০-৩০ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উক্ত র্যালী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।উল্লেখ্য যে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর সহ সকল ইউনিটে জাতীয়তাবাদী মহিলা দল র্যালী কর্মসূচি পালন করবে।

জনতার আওয়াজ/আ আ
