নাশকতার মামলায় রিমান্ডে বিএনপি নেতা মজনু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২২, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন এ আদেশ দেন।এর আগে পুলিশ মজনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মজনুর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।
রবিবার মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ সাংবাদিকদের বলেন, বিএনপির ওই নেতাকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ
