নিখোঁজ সাবমেরিন থেকে আবারও ‘শব্দ’ – জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজ সাবমেরিন থেকে আবারও ‘শব্দ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ

 

আটলান্টিক মহাসাগরের অতল গভীরে নিখোঁজ সাবমেরিন থেকে আবারও ‘শব্দ’ শোনা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। ফলে তল্লাশি অভিযানের আওতা আরও বাড়ানো হয়েছে। একটি এইচসি-১৩০ হারকিউলিস ফ্লাইট ৮৭৯ মাইল (১৪শ কিলোমিটার) এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে। এছাড়াও মার্কিন নৌবাহিনীর রোবটযান ভিক্টর ৬০০০ ও সিইউআরভি-২১ অভিযান চালাচ্ছে। এগুলো রিমোটলি অপারেটেড ভেহিক্যাল। এর মধ্যে ভিক্টর ৬০০০ রোবটযানটি ২০ হাজার পানির গভীর যেতে সক্ষম। 

ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যেই নিখোঁজ সেই সাবমেরিনের মজুদ অক্সিজেন শেষ যাবে।

গত রবিবার সমুদ্রের অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের কাছে যেতে এই সাবমেরিন আটলান্টিকের নিচে যায়। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই সাবমেরিনের সঙ্গে সমুদ্রের ওপরে থাকা জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

উল্লেখ্য,সমুদ্রের নিচে পড়া থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে যাওয়ার উদ্দেশ্যে ‘টাইটান সাবমার্সিবল’’ নামে ডুবোযানটি যাত্রা শুরু করে। গত রবিবার সমুদ্রে ডুব দেওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই সেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রবিবার, সোমবার এবং মঙ্গলবার পেরিয়ে বুধবার চলে আসলেও এখনও (রিপোর্ট লেখা পর্যন্ত) সেটির কোনও সন্ধান মেলেনি।

আটলান্টিক সাগরের যে এলাকায় বর্তমানে অবস্থান করছে টাইটানিকের ধ্বংসাবশেষ, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৫০০ ফুট গভীরে। সাগরের গভীরে এই ধ্বংসাবশেষটি দেখতেই ওশনগেট নামের একটি সাবমেরিনে চেপে রওনা হন চালকসহ মোট ৫ জন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ