নির্বাচনের নামে তামাশার উৎসব চলছে : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০১, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের নামে তামাশার উৎসব চলছে : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করেছে বলে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিএনপির অফিসে তালা ঝুলিয়ে এই সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মিথ্যা ও বানোয়াট মামলা। নেতাকর্মীদের অধিকাংশ জেলে অথবা গ্রেপ্তারের ভয়ে বনে-জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ‘একতরফা’ তপশিল বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পুরানা পল্টন হতে শুরু হয়ে মিছিলটি বিজয়নগর পানির টেংকি, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয়, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ডা. ইরান বলেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপির কয়েকজন লোভী-বহিষ্কৃত নেতাকে দিয়ে নতুন নতুন দল তৈরি এবং দু-একজনকে ভাগিয়ে নৌকায় তুলে আওয়ামী লীগ প্রমাণ করেছে, আইন-আদালত বলতে কিছু অবশিষ্ট নেই। এই সরকার যা চায় আদালত, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দেদার তাই করছে। মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস ও আমির খসরুসহ অন্যরা সরকারের পাতানো একতরফা নির্বাচনে যেতে রাজি না হওয়ায় মিথ্যা ও হয়রানি করতেই কারাগারে রাখা হয়েছে। তিনি দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক শক্তিকে নির্বাচনের নামে তামাশার উৎসব বুমেরাং করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নগর সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-দলের ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মো. রাসেল হোসেন, নগর সদস্য ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, যুগ্ম-সম্পাদক মো. ইয়াসিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com