নির্বাচন কমিশনের দায়িত্বে তারা সরকারের অধীনে চাকরি করছেন: রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫১, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশনের দায়িত্বে তারা সরকারের অধীনে চাকরি করছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৮:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৮:১৭ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের সার্চ কমিটি একটি প্রহসন ছিল, তাদের কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে রঞ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বে তারা সরকারের অধীনে চাকরি করছেন। প্রধানমন্ত্রী তাদের পদোন্নতি দিয়েছেন। ভবিষ্যতে তারা সরকার প্রধানের সিদ্ধান্তের বাইরে যাবেন না। তাই তাদের কাছে একটাই দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের গ্যারান্টি।’

মঙ্গলবার (১ মার্চ) শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা দিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিজভী জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি একটি প্রহসন ছিল। তাদের সবকিছুই প্রধানমন্ত্রীর নির্দেশে রঞ্জিত। নির্বাচন গবেষকদের দাবি উপেক্ষা করে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। তারা আওয়ামী লীগ চেতনায় লালিত,জয় বাংলা চেতনায় লালিতদের নিয়ে সরকার আরও একটি পাতানো নির্বাচন ব্যবস্থা করতে যাচ্ছে।

নবগঠিত সিইসি নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে চায়ের আমন্ত্রণ জানাবেন বলে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া রুহুল কবির রিজভী বলেন, সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারও একই সুরে কথা বলেছিলেন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্বে প্রতিনিধি দল সেখানে গিয়েছেন কথা বলেছেন। তারা ইভিএম ব্যাপারে জনগণের যে সন্দেহ ছিল সেই বিষয়গুলো কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিল। তখন হুদা কমিশন আশ্বস্ত করে বলেছিলেন, অধিকাংশ রাজনৈতিক দল না চাইলে আমরা ইভিএমে ভোট করবো না। কিন্তু প্রধানমন্ত্রীর কথার বাইরে তো নির্বাচন করতে পারবেন না। যা পরবর্তীতে নির্বাচনে উঠে এসেছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, একটা কঠিন দুর্দিন অতিক্রম করছি। একদিকে মানুষের পেটে খাবার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাহাকার করছে। খাবারের জন্য সন্তান নিয়ে কি করছে। হাসপাতালে চিকিৎসা নেই। অন্যদিকে সরকার উন্নয়ন উন্নয়নের বুলি আওড়াচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাই। আমরা দুর্ভিক্ষ দেখতে পাই। ৭২ থেকে ৭৫ কি ভয়াবহ দুর্দিন গেছে। আমরা মাছ ধরার জাল পরে মহিলাদের লজ্জা নিবারণ করতে দেখেছি।

রিজভী বলেন, এই সরকার জনগণের মুখের আহার কেড়ে নিয়েছে। তথাকথিত উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতাসীন লোকদের টাকার পাহাড় গড়ে তুলেছে। বিদেশের বিভিন্ন দেশের বাড়ি করেছে এটা আমাদের কথা নয় গণমাধ্যমে কথা।

তিনি বলেন, গণতন্ত্রকে যারা কবর দিয়েছে। জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। যাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। গণতন্ত্রকে আত্মসাৎ করে কবর দিয়েছে। তারা তো জনগণের বাঁচা মরার কথা চিন্তা করবে না। জনগণ বাঁচল কি মরল এটা তারা ভ্রুক্ষেপ করবে না।

এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন,দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ