নীচতার গল্প : শহীদুল্লাহ ফরায়জী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ

কেউ কেউ
অন্য ধর্মকে, অন্য বিশ্বাসকে,
অন্য সমাজকে নীচু ভাবে,
কেউ কেউ
নিরন্ন মানুষকে, ভিক্ষুককে,
নীচু ভাবে।
শেষে এই নীচতাই হয়ে যায়
তার মনের বাসনা
নিজেই নীচতায় ক্ষুধার্ত হয়ে পড়ে
আর উঁচু হতে পারে না।
কেউ কেউ
অন্যকে অপমানিত ক’রে
নিজেকে ক্ষমতাবান ভাবে,
অথচ জানেই না-
সে কবে বরবাদ হয়ে গেছে।
কেউ কেউ
অন্যকে পায়ের নিচে রেখে
অহংকে শক্তিশালী করতে চায়,
কিন্তু জানেই না
সে কবে আত্মসমর্পণ করে ফেলেছে।
কেউ কেউ
সত্য ছেড়ে পরাক্রমশালী হতে চায়
মনে করে সত্য গোপন থাকবে,
কেউ তার কেশাগ্র স্পর্শ
করতে পারবে না,
কিন্তু সে বুঝেও না
সত্য ছাড়া আত্মশুদ্ধি হয় না।
কেউ কেউ
আত্মাকে খুঁজে বেড়ায়
অথচ সে নিজেই জানে না
আত্মা তার কাছে কবে ছিল!
কেউ কেউ
দর্শন, আত্মতত্ত্ব ও কীর্তিকে
মহৎ করে প্রকাশ করতে চায়,
অথচ সে জানেই না
সকল অর্জন হবে- অঘোষিত ও নিঃশব্দে।
faraizees@gmail.com
জনতার আওয়াজ/আ আ
