নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৬, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নোয়াখালীতে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ বুধবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামালুর রহিম।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকারের হাতে আজ সব কিছু জিম্মি হয়ে আছে। সরকারের পতন ছাড়া এসব কিছুই ঠিক হবেনা।

এ সময় উপস্থিত নেতাকর্মিরা সরকারকে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com