পবিত্র রামাদ্বানকে স্বাগত জানিয়ে অপরূপ সেঁজেছে লন্ডন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৯, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

আরিফ মাহফুজ , বিশেষ প্রতিনিধি লন্ডন
মুসলমানদের দ্বীন ইসলামের একটি সম্মানিত মাস রামাদ্বান মাস । মানবজাতির জন্য হিদায়াতের উৎস, হিদায়াত ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন। পবিত্র রামাদ্বান মাসের আগমনী বার্তায় মুসলমানরা আবেগে আপ্লুত। সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে পাশ্চাত্যের অন্যতম শহর লন্ডনকে সাজানো হয়েছে অপরূপ রূপে।
বাঙ্গালীদের প্রাণকেন্দ্র পূর্বলন্ডনে দেখা গেছে সাজসজ্জার নজরকারা দৃশ্য। বিশেষ করে ব্রিকলেনের রাস্তায় পবিত্র রামাদ্বানকে স্বাগত জানিয়ে সজ্জাগুলো নজর কেড়েছে পথচারীদের। জানা গেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে স্বাগত সজ্জার এই আয়োজন । আনন্দ চিত্তে পথচারীরা ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে।
পবিত্র রামাদ্বানকে স্বাগত জানিয়ে অপরূপ সজ্জার আয়োজন করায় টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের মুসলিম কমিউনিটির ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের।
এলাকার মুসলমানরা বলছেন পবিত্র রামাদ্বান মাসকে সামনে রেখে এরকম আয়োজন করায় আমরা মুগ্ধ , আমাদের ছেলে মেয়েরা এগুলো দেখে রমাদ্বানের গুরুত্ব সম্পর্কে আরো আকৃষ্ট হবে। প্রতি বছরই যেন রামাদানের আগে লন্ডনের সবগুলো রাস্তায় স্বাগত সজ্জার আয়োজন করা হয় , আয়োজক কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।
জনতার আওয়াজ/আ আ
