পরিপূর্ণ মানুষ’ হতেই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ১:১৯ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
গেল বছরের নভেম্বরে কানাডিয়ান গায়ক শন মেন্ডেসের সঙ্গে কিউবান গায়িকা কামিলা কাবেলোর প্রেম ভেঙে যায়। তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় এই জুটির প্রেম ভাঙা নিয়ে তখন থেকেই নানা জল্পনা ছিলো। সম্প্রতি নতুন অ্যালবামের প্রচারণা উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কাবেলো।
জানালেন ‘পরিপূর্ণ মানুষ’ হতেই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কাবেলো বলেন, ‘পুরো জীবনজুড়েই আমার অগ্রাধিকার ও লক্ষ্য বারবার ওঠানামা করেছে। যখন সম্পর্কে ছিলাম ভাবতাম কিভাবে একটা সুখী জীবন ও দারুণ একটা সম্পর্কে থাকতে পারব। এজন্য প্রচুর থেরাপিও নিয়েছি। আমার অগ্রাধিকার সরে গিয়েছিল। আমার লক্ষ্য সবদিক মিলিয়ে ভালো মানুষ হওয়া। এই অ্যালবাম আক্ষরিক অর্থেই সর্বগুণ সম্পন্ন ভালো মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ এবং আমার সঙ্গে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রয়াস।’
‘পরিণত বয়স’ই তাদের ক্যারিয়ার নিয়ে নতুন উপলদ্ধি দিয়েছে বলেও জানান ‘সেনোরিতা’ গায়িকা, ‘আমরা খুবই তরুণ বয়সে সম্পর্ক শুরু করেছিলাম। পরিণত হওয়ার পর জীবন নিয়ে উপলব্ধি বদলেছে। বুঝতে পেরেছি ক্যারিয়ার সবসময় জীবনের এক নম্বর প্রাধান্য নাও হতে পারে, আর এটা খারাপ কিছু না।’
জনতার আওয়াজ/আ আ
