পলাশবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশবাড়ী পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

 

সভাপতি- কালাম ও সাঃ সম্পাদক-রিপন এবং সাংগঠনিক সম্পাদক-বকুল

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৪টায় পৌরশহরের গৃধারীপুর ব্র্যাক স্কুল চত্ত্বরে পলাশবাড়ী পৌর বিএনপি’র আহবায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আব্দুল খালেক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, থানা বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডল, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রাজা, জাহাঙ্গীর আলম, মুকুল আহম্মেদ সদস্য সচিব আবুল আলা মওদুদ, থানা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক-এর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন নির্বাচন কমিশনের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কালাম আজাদ সভাপতি, মোশফেকুর রহমান রিপন সাধারণ সম্পাদক, আব্দুল মোতাল্লেব সরকার বকুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোশফেকুর রহমান রিপন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ