পাকিস্তানেও গণতন্ত্র আছে অথচ বাংলাদেশে নাই: মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
নিউজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পাকিস্থানে রাজনৈতিক এতো অস্থিরতা, সেই দেশেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না।
তিনি বলেন, তাদের কোন সরকার ই আইন ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে নিজেদের জিম্মায় নিতে পারেনি, যার ফলশ্রুতিতে এখনো গণতন্ত্র টিকে আছে। অথচ বাংলাদেশে আজ গণতন্ত্র নাই।
সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনের নাগরিক ঐক্য আয়োজনে প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গনস্বাক্ষর কর্মসুচিতে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, গেল ৭ই জানুয়ারির নির্বাচনে সরকার যে জালিয়াতি এবং দুর্নীতি করেছে ইতিহাসে তা নজির। পাকিস্তানে সদ্য নির্বাচন হয়েছে। যে দেশে রাজনৈতিক এত অস্থিরতা, সেই দেশেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তাদের কোন সরকার ই আইন ব্যবস্থা, নির্বাহী ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে নিজেদের জিম্মায় নিতে পারেনি, যার ফলশ্রুতিতে এখনো গণতন্ত্র টিকে আছে। আমাদের দেশে কোন গণতন্ত্র নেই। সরকার নিজের খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করতেছে গুম করতেছে। প্রধান বিচারপতি থেকে এটর্নি জেনারেল সবাই সরকারের কথায় উঠে-বসে। এভাবে কোন দেশ চলতে পারে না।
এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।