পানি লাগবে পানি : শহীদুল্লাহ ফরায়জী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৪, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
(উৎসর্গ: জুলাই হত্যাকাণ্ডের শিকার ‘মুগ্ধ’কে)
স্বর্গীয় দেবদূত ‘মুগ্ধ’
আকাশের সমগ্র নক্ষত্রের
পরিপ্লাবিত অনন্ত আলো
আড়াল ক’রে দিয়ে
স্বর্গলোকের সর্বোচ্চ স্তর থেকে
ক্ষণস্থায়ী পৃথিবীতে নেমে এসে
পরম আনন্দে হাসির উজ্জ্বলতায় বলছে—
‘পানি লাগবে পানি’?
সুদূরপ্রসারী অগ্নিকুণ্ডের পথ
পাড়ি দিতে-দিতে
নারকীয় ভয়াবহতায় আচ্ছন্ন
জনসমাবেশে এসে
দূঃসহ তীব্রতায় ছিন্ন-ভিন্ন হয়ে
সহসা অগ্নিদৃষ্টিতে গর্জন ক’রে
ভূ-স্বর্গের অফুরন্ত ঝর্ণার
সুমধুর গানের সুরে বললো—
‘পানি লাগবে পানি’?
মানবতার মহাচৈতন্য থেকে
বিশাল মর্ত্যলোকে প্রবেশ ক’রে
ক্ষমতা ও প্রভুত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে
অবারিত মৃত্যুর কবলে পড়ে
পরিশুদ্ধের রাজ্যে অলৌকিক মাধুর্যে
প্রার্থনার মত বলছে—
‘পানি লাগবে পানি’?
জীবন-জগৎ তুচ্ছ ক’রে
অনন্তকাল হেঁটে-হেঁটে
পাপ-পুণ্যের সীমানা পেরিয়ে
শেষ বিচারের সামনেও
শুভ্রবসন মূর্তি ধারণ ক’রে
অন্তহীন অপার্থিব আনন্দে
সংগীত ধ্বনির মত বলবে—
‘পানি লাগবে পানি’?
১৩ আগস্ট’২০২৪
faraizees@gmail.com