পাবনায় গুলিতে নিহত ও আহত পরিবারের খোঁজ-খবর নিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনায় গুলিতে নিহত ও আহত পরিবারের খোঁজ-খবর নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাবনা জেলায় নিহত শহীদ জাহিদুল ইসলাম, শহীদ মাহবুব হাসান নিলয় ও আহত সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত, মাহমুদুল হাসান-এর পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট শোকাহত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।


সোমবার (সেপ্টেম্বর ৩০, ২০২৪) সকালে, পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতেপাড়ায় আনুষ্ঠানিকভাবে পরিবারগুলোর সাথে দেখা করে তাদের খোঁজ-খবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আহবায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, পাবনা জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com