পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানায় যুদ্ধে প্রভাব পড়বে কি – জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানায় যুদ্ধে প্রভাব পড়বে কি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৭ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন পরিচালনার পর থেকে ইউক্রেনীয় শিশুদের অপহরণ ও বেআইনিভাবে তাদের দেশান্তর করার জন্য পুতিনের ওপর যুদ্ধাপরাধের দায় বর্তায় বলে মনে করেন আদালত। একই অভিযোগে রাশিয়ার শিশুবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাশিয়া বলেছে, তারা যেহেতু নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসির এখতিয়ার স্বীকার করে না, তাই এ আদেশের কোনো গুরুত্বই নেই।

আইসিসির প্রাক্‌–বিচার ট্রাইব্যুনালের বিচারকেরা গতকাল শুক্রবার এ পরোয়ানা জারি করেছেন। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আদালত প্রথমে গোপনে পরোয়ানা জারির কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত তা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে তা আরও অপরাধ সংঘটন নিবৃত্ত করায় ভূমিকা রাখতে পারে। অপরাধের শিকার ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা দেওয়ার প্রয়োজনেই পরোয়ানা গোপন রাখার কথা ভাবা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com