পুনর্বিবেচনা করা হবে সাইবার আইনের বিতর্কিত ধারাগুলো: উপদেষ্টা নাহিদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৮, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুনর্বিবেচনা করা হবে সাইবার আইনের বিতর্কিত ধারাগুলো: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সোমবার সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে-দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি। টেন মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কি না জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে ও তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে ও পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে। সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি; সব মন্ত্রণালয়েই যাতে এটা করা হয়।

ইন্টারনেট বন্ধ নিয়ে আপনি একটি তদন্ত কমিটি করেছেন। এর সঙ্গে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্থার প্রধান জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে মামলা বা কোনো পদক্ষেপ নেবেন কি না- জানতে চাইলে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। তিনি বলেন, যদি পুনরায় বিস্তারিত তদন্ত করতে হয়, সেটি করা হবে। এ ক্ষেত্রে সরকার, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যুক্ত হয়, তাদের অবশ্যই বিচার করা হবে। এটি মানুষের মানবাধিকারের বিষয় অবাধ তথ্যপ্রবাহ ও ইন্টারনেট নিশ্চিত করা। যারা বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে ও বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অবশ্যই এই প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিচার করা হবে।

উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম আগারগাঁওয়ে নিজের কার্যালয়ে আসেন নাহিদ ইসলাম। কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ে নিচে অর্ধশতাধিক মানুষ জড়ো হন ও তারা আইসিটি উপদেষ্টার কাছে বিভিন্ন অভিযোগ করেন, স্লোগান দেন।

অভিযোগকারীরা বলেন, আইসিটি বিভাগে সিন্ডিকেট ছাড়া কাজ হয় না। নির্দিষ্ট কারও স্বজন ও কাছের লোকদের কাজ দেওয়া হতো। বিক্ষোভকারীরা এটুআই ভুয়া বলেও স্লোগান দেন।

তাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, তিনি সবার দাবিদাওয়া শুনবেন, আলোচনা করবেন। আইসিটি বিভাগে কাঠামোগত সংস্কার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com