পুলিশের প্রশংসা শুনলে আমার খুব ভালো লাগে : স্বরাষ্ট্রমন্ত্রী – জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৭, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের প্রশংসা শুনলে আমার খুব ভালো লাগে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
পুলিশের প্রশংসা শুনলে ভালো লাগে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘পুলিশের প্রশংসা শুনলে আমার খুব ভালো লাগে। পুলিশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে গড়ে তোলা হয়েছে। তাই তারা জনগণের পাশে থেকে বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে। পুলিশ দেশের নিরাপত্তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।’

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পুলিশের আয়োজনে চরফ্যাশনের দুলারহাটে নবনির্মিত থানা ভবন উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘নির্বাচন এলেই একটি দল দেশটিকে অস্থিতিশীল করে তুলতে চায়। তারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যায় মেতে ওঠে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ তাদের প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি, বঙ্গবন্ধুর মধ্যে যে গুণগুলো ছিল, প্রধানমন্ত্রীর মধ্যেও সেসব গুণ বিদ্যমান।’

ভোলা জেলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-২) মোহাম্মদ হোসেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ