পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ গণঅধিকার পরিষদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৪, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৪, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকাল তিনটায় সেখানে সমাবশে হওয়ার কথা থাকলেও পুলিশী বাধায় সমাবেশ করতে পারেনি তারা। পরে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে রওনা দেয় দলটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ মোড়ে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখায় সমাবেশ করা সম্ভব হয়নি। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় শাহবাগ মোড়ে পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং ব্যাপক লাঠিচার্য করে।

এতে আমাদের দলের প্রায় ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। আহতের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া মিছিল থেকে দলের প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ